ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে ইটভাটায় অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ২০:৪৭  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০২২, ২০:৫৬

গাজীপুরে ইটভাটায় অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এসময় ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার দারিয়াপুর এলাকার ওই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী মাজিস্ট্রেট।

জরিমানা করা ইটভাটাগুলো হলো, লতিফপুর এলাকার মেসার্স কুমিৎপুর ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স খাজা মঈনউদ্দিন ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স আর আর ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স কিরণ ব্রিকসকে ৬ লাখ টাকা এবং এস্কেভেটর মেশিন দিয়ে কিলন আংশিক ভেঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তর উপপরিচালক নয়ন মিয়া বলেন, অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধরা ভঙ্গ করায় সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, জেলা পুলিশের সদস্যবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/আরকে

  • সর্বশেষ
  • পঠিত