ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হাদিসুরের স্বপ্নের ঘর নির্মাণ হচ্ছে তার অনুপস্থিতিতে

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০২:১২

হাদিসুরের স্বপ্নের ঘর নির্মাণ হচ্ছে তার অনুপস্থিতিতে
বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত হাদিসুর। ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথম দিকে গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে স্বপ্নের বাড়ি নির্মাণ করার কথা ছিল বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত হাদিসুরের।

বিষয়টি জানান বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স। তিনি বলেন, ইতি মধ্যে ভাইয়ের স্বপ্নের বাড়ি তৈরির কাজ চলমান আছে।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম দিকে বাড়িতে এসে বৃদ্ধ পিতা-মাতাকে স্বপ্নের ঘর উপহার দেয়ার কথা ছিল। তবে স্বপ্ন ঠিকই পূরণ হতে চলেছে নেই শুধু আমাদের মাঝে ভাই। আজকের এইদিনে ভাইকে এয়ারপোর্টে এগিয়ে আনতে যাওয়ার কথা ছিল। বাড়িতে এসে নতুন ঘরের কাজ শুরু করার কথা ছিল। স্বপ্নের ঘরের কাজ ঠিকই শুরু হয়েছে নেই শুধু ভাইটা। নতুন ঘর ঠিকই যাচ্ছি তবে নেই কোন আনন্দ। নিহত হাদিসুরের বাবা- মা এরা সাথে হাদিসুর সম্পর্কে কথা বললে, বাবা-মা দু'জনেরই বাকরুদ্ধ হয়ে যায়। তারা এখনো হাদিসুরের শোক কাটিয়ে উঠতে পারেনি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। পরে গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় নিহত হন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/জিকে

  • সর্বশেষ
  • পঠিত