ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

‘নয়াপল্টন একটি ক্রাইমসিন, কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রবেশের অনুম‌তি নেই’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:০২

‘নয়াপল্টন একটি ক্রাইমসিন, কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রবেশের অনুম‌তি নেই’
ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটি ক্রাইমসিন। এখানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞ টিম কাজ করছে। এ কারণে সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

আরও পড়ুন...‌পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ: পল্ট‌ন থানায় মামলা দায়ের

বৃহস্পতিবার সাংবা‌দিক‌দের তি‌নি আরও বলেন, এখান থেকে (বিএন‌পি কার্যালয়) প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে। আরও অনেক কিছু থাকতে পারে। সেটার জন্য আমাদের বিশেষজ্ঞরা কাজ করছে। সেটা শেষ না হওয়া পর্যন্ত এখানে কারও প্রবেশের অনুমতি নেই। তবে স্থানীয় বাসিন্দা বা অফিসে নিজের পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলে নিশ্চিন্তে প্রবেশ করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ দলের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিএনপি অফিস কিংবা এই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন, বিএনপির যেসব নেতা কর্মীকে আমরা গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। পু‌লি‌শের উপর হামলা ও বি‌স্ফোরক আইনসহ ক‌য়েক‌টি মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। আবার কারও কারও বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের গ্রেপ্তার দেখানো হবে।

বাংলাদেশ জার্নাল/সুজন/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত