মোহাম্মদপুরে শিশুর মাথাবিহীন লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৯

রাজধানীর মোহাম্মদপুরে কবরস্থানের ঝোপঝাড়ে মস্তকবিহীন ১ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য জানান। ৬ মাস বয়সী ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় ও বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
|আরো খবর
পুলিশ জানায়, মোহাম্মদপুর বধ্যভূমির বাউন্ডারির বাইরে কবরস্থানের ঝোপঝাড়ে এক শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তবে, শিশুটির দুই হাতের কিছু অংশ এবং দুই পায়ের অংশ পাওয়া যায়নি। মরদেহের অংশবিশেষও পচনশীল ছিল।
ওসি আবুল কালাম আজাদ বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।।
বাংলাদেশ জার্নাল/এমএ