ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

ভোলায় বিএডিসির ৯৪ বস্তা বীজসহ আটক ১

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯

ভোলায় বিএডিসির ৯৪ বস্তা বীজসহ আটক ১
বীজসহ আটক ১। ছবি: সংগৃহীত

ভোলায় খোলা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসির) বীজ বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মানিক। তিনি ভোলা শহরের নতুন বাজারের মেসার্স মানিক ট্রেডার্সের মালিক ও আবহাওয়া অফিস রোডের বাসিন্দা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে মানিকের দোকান থেকে সরকারি বীজসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে ভোলা শহরের নতুন বাজারের মেসার্স মানিক ট্রেডার্সে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিল দেওয়া বস্তা ভর্তি গম, ধান ও আলুর বীজ বিক্রি করছেন। এসময় স্থানীয়রা দোকানের মালিক মানিক সরকারি বীজ কোথায় পেয়েছেন জানতে চাইলে তিনি উত্তর দিতে পারেননি। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ৯৪ বস্তা সরকারি বীজসহ দোকানের মালিক মানিককে আটক করে।

এসময় ৬৯ বস্তা গম, ১৭ বস্তা ধান ও ৮ বস্তা আলুর বীজ জব্দ করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মানিক জানায়, তিনি এই বীজ জেলার বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভান্ডারের মালিক নাজিমের কাছ থেকে ক্রয় করেছেন। নাজিম ভোলা থেকে এ বীজ ছাড় করে তাকে দিয়ে গেছেন। তবে নাজিম তাকে কোনো ক্রয় রশিদ দেননি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন উকিল জানান, স্থানীয়রা সরকারি সিল সম্বলিত ৯৪ বস্তা গম, ধান ও আলু বীজসহ মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মানিককে ৯৪ বস্তা সরকারি বীজসহ আটক করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত