ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

‘ঘুষ নিয়ে দর কষাকষির’ ভিডিও ভাইরাল, দুই রাজস্ব কর্মকর্তাকে বদলি

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:৪৪  
আপডেট :
 ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩

‘ঘুষ নিয়ে দর কষাকষির’ ভিডিও ভাইরাল, দুই রাজস্ব কর্মকর্তাকে বদলি
মাদারীপুরের কাস্টমস ও ভ্যাট বিভাগ। ছবি: সংগৃহীত

মাদারীপুরে কাস্টমস ও ভ্যাটের দুই কর্মকর্তার ‘ঘুষ নিয়ে দর কষাকষির’ ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল অভিযুক্ত দুই কর্মকর্তাকে বদলি করেছে খুলনার ভ্যাট কমিশন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, গত ২৯ ডিসেম্বর বিকেলে ১০ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কাস্টমস্ ও এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইমরান কবীর অফিস কক্ষে বসে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে কষাকষি করছিলেন। পরে ২ জানুয়ারি বিকেলে খুলনার ভ্যাট কমিশনের অতিরিক্ত কমিশনার মো. সফিউজ্জামান অভিযুক্তদের স্ট্যান্ডরিলিজ দেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে মাদারীপুর সার্কেল অফিসকে পত্রটি দেয়া হলে তারা খুলনায় চলে যান। অভিযুক্ত দুইজনকেই খুলনা অফিসে ক্লোজড চিঠিতে সংযুক্ত করে অফিসিয়াল তদন্ত করবে ভ্যাট কমিশন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত