সালথায় দুই সন্তানের জননীর কীটনাশক পানে মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০৩:৩৪

ফরিদপুরের সালথা উপজেলার আদরী বেগম (২৪) নামে দুই সন্তানের এক জননী ঘাস মারার কীটনাশক পান করার ৪ দিন পর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
|আরো খবর
মঙ্গলবার বিকালে হাসপাতালতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৬ জানুয়ারি পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করেন তিনি।
আদরী বেগম উপজেলার বল্লভদি ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামের সোহেল মোল্যার স্ত্রী। নিহতের ৬ বছর ও ২ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন জানান, আদরী পারিবারিক কলহের জেরধরে গত চার দিন আগে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার চারদিন পর মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন আবস্থায় মারা যান তিনি।
এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/জিকে