ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সাক্ষাৎ চায় সিইসি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০৬

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সাক্ষাৎ চায় সিইসি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে সময় চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার সাক্ষাতের জন্য স্পিকারের সময় চেয়ে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। এই সপ্তাহেই সাক্ষাৎ হতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের চলমান অধিবেশনের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে না বলেও জানিয়েছেন তিনি।

স্পিকার শিরীন শারমিন বলেন, যদি রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকেন, তাহলে সংসদে একটি বৈঠকের প্রয়োজন হবে। যেদিন ভোটের তারিখ ঠিক করা হবে, ওইদিন এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী হলে আর ভোটের দিন সংসদে বৈঠকের দরকার হবে না। কারণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। রোববার নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত