ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

তীব্র শীতে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের জনজীবন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১০:০১

তীব্র শীতে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের জনজীবন
ঘন কুয়াশার আবরণ। ছবি: সংগৃহীত

কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের জনজীবন। হিমেল হাওয়ার দাপটে চরম ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের মানুষ।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা ছিলো ঘন কুয়াশার আবরণে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বুধবার সকাল ৬টাই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় এক অটোচালক বলেন, ‘গত তিন দিন ধরে হিমেল হাওয়ার কারণে সারাদিনই ঠান্ডা অনুভূত হয়। এই ঠান্ডায় চলা ফেরা করতে খুব কষ্ট হয়। তাছাড়া কুয়াশার কারণে রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। চলন্ত গাড়িতে বাতাস বেশি লাগায় হাত-পাও কাঁপছে।’

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রায় প্রতিদিনই ঠান্ডাজনিত রোগী ভর্তি হচ্ছে।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, ‘রোটা ভাইরাসের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।’

গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮০ জন। বর্তমানে ডায়রিয়া দুই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন রোগী। তাদের মধ্যে বেশির ভাগই শিশু।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত