ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:০১  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:০৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনার পর মানুষের ভিড়। ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ধান ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল (৪০) ও আসাদ (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁওয়ের এনামুল ফিলিং স্টেশনের সামনে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অ্যায়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন। নিহত আসাদ শহরের নিশ্চিন্তপুর সাহাপাড়ার মৃত সিরিজের ছেলে। তাৎক্ষণিকভাবে নিশ্চিন্তপুরের রাশেদুলের বাবার নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যায়ারহাউস ইন্সপেক্টর মো.সারোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলে দুইজন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেয়ার জন্য যাচ্ছিলেন। পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অর্থাৎ পঞ্চগড়ের দিক থেকে আসা ঢাকাগামী একটি ধান বোঝায় ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি আরও বলেন, নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বোদা হাইওয়ে থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত