ফরিদপুরে আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার পথে হামলা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:৪৬

আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার পথে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তিন জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড় মহাসড়কের মুজুরদিয়া ব্রীজের ওপর এ ঘটনা ঘটে। এসময় ওঁৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাদের মাইক্রেবাসের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
|আরো খবর
আহতরা হলেন, উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের আল আমিন শেখ (৩২), সবুজ মোল্যা (৩৫), ইলিয়াছ মোল্যা (৪০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।
জানা যায়, আহতরা বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) ফরিদপুরের আদালতে একটি মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসে বাড়িতে ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে মুজুরদিয়া ব্রীজের উপর আসলে ওঁৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাদের মাইক্রেবাসের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে চলে যায়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। একজনের হাতের কব্জির রগ কেটে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা মারাত্মক।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ফরিদপুরের আদালত থেকে ফেরার পথে তাদের কুপিয়ে আহত করে। এর সাথে জড়িত অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এমএ