সাভারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রিকশাচালক নিহত
সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:২৯ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:৩৪

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
|আরো খবর
বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালকের নাম আব্দুল কুদ্দুস। তিনি পটুয়াখালীর কাউখালী উপজেলার কোনাহোড়া এলাকার আব্দুল মজিদ শিকদারের ছেলে। আব্দুল কুদ্দুস সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নবীনগর থেকে ঢাকাগামী লেনে সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশাচালক কুদ্দুস ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অটোরিকশাটি জব্দ করা হয়।
ওসি বলেন, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ জার্নাল/জিকে