রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৭০

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১১:২৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। 

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৮২৪ পিস ইয়াবা, ১৬০.২৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৭৯ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ৬ লিটার দেশিমদ ও ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
 

বাংলাদেশ জার্নাল/ওএফ