ফুটপাতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৬

রাজধানীর লালবাগের বিজিবি দুই নম্বর গেটের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
|আরো খবর
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক এস আই নতুন মিয়া বলেন, আমরা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বিজিবি ২ নম্বর গেটের ফুটপাথ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা আশপাশের লোক মুখে তার পরিচয় জানার চেষ্টা করলেও আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। আমরা প্রযুক্তি সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ জার্নাল/রাজু