ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরায় মৎস্য চাষী ও ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:০০

সাতক্ষীরায় মৎস্য চাষী ও ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। ছবি প্রতিনিধি।

সাতক্ষীরায় গোল্ডেন এ্যাকুয়া শ্রিম্প হ্যাচারি লিমিটেডের উদ্যোগে বাগদা চিংড়ি চাষী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে সমাবেশ ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) শহরের কামালনগরের তুফান কনভেনশন সেন্টারে সমাবেশের আয়োজন করা হয়।

গোল্ডেন এ্যাকুয়া শ্রিম্প হ্যাচারি ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য ও গোল্ডেন এ্যাকুয়া শ্রিম্প হ্যাচারি লিমিটেডের পরিচালক আশেক উল্লাহ রফিক, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, খুলনা ডিভিশন হ্যাচারি মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক রুহুল আমিন লেলিন, জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, আর আকসা হ্যাচারির মালিক নজরুল ইসলাম, সোনালী হ্যাচারির মালিক আলাউদ্দিন, মৎস্য চাষী আব্দুস সাত্তার মোড়ল প্রমুখ।

এসময় গোল্ডেন এ্যাকুয়া শ্রিম্প হ্যাচারি লিমিটেডের সম্মানিত বাগদা চিংড়ি ব্যবসায়ী, চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত