ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পুলিশ

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ২১:৪০

ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পুলিশ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধে দুই যুবক হত্যায় অর্ধশত ঘরে আগুন দেয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ।

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত গ্রামে গিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিন শতাধিত কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির উপস্থিত ছিলেন। এছাড়া এলাকায় শান্তি বজায় রাখতে এবং সম্প্রীতি ধরে রাখতে ৪ নম্বর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টুকে প্রধান করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে পুলিশ।

এরআগে বুধবার সকালে উপজেলার ৪নং ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মিম ও রাকিব নামে দুই যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার একদিন পর নিজ গ্রামে নিহতদের দাফন শেষে প্রায় অর্ধশতাধিক বাড়িতে আগুন জালিয়ে দেয় গ্রামবাসী। চালানো হয় ভাঙচুর ও লুটপাট।

ওই গ্রামের বাসিন্দা ফিজু মিয়া বলেন, আমাদের গ্রামের মারা যাওয়া দুই যুবকের জানাজায় আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেছিল। নামাজ শেষে তারাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় আমাদের গ্রামের কেউ জড়িত ছিল না।

তারেকুজ্জামান নামে আরেকজন বলেন, আমরা তো সন্তান হারানোর শোকে শোকাহত। শোক নিয়ে আমরা কেন মানুষের বাড়িতে আগুন লাগাতে যাব? আমার মনে হয় কোনো একটি চক্র হত্যা ঘটনার মোড় ঘোড়াতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এর আগে গত বুধবার সকালে উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট উপজেলার খোদাদপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মিম ও রাকিব নামে দুই যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার একদিন পর নিজ গ্রামে নিহতদের দাফন শেষে প্রায় অর্ধশতাধিক বাড়িতে আগুন দেওয়া হয়। চালানো হয় ভাঙচুর ও লুটপাট।

ওই গ্রামের বাসিন্দা ফিজু মিয়া বলেন, আমাদের গ্রামের মারা যাওয়া দুই যুবকের জানাজায় আশপাশের বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেছিল। নামাজ শেষে তারাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় আমাদের গ্রামের কেউ জড়িত ছিল না।

তারেকুজ্জামান নামে আরেকজন বলেন, আমরা তো সন্তান হারানোর শোকে শোকাহত। শোক নিয়ে আমরা কেন মানুষের বাড়িতে আগুন লাগাতে যাব? আমার মনে হয় কোনো একটি চক্র হত্যা ঘটনার মোড় ঘোড়াতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং আমাদের সাদা পোশাকের পুলিশ সদস্যদের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন নিহত মিমের বাবা। ঘটনার দিনই পুলিশ ওমর আলী, তার স্ত্রী মোমেনা বেগম এবং ছেলে শামিরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে আজাহার আলী নামে আরও এক আসামিকে গ্রেফতার করে র্যাব। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত