ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য চাই স্মার্ট পুলিশ বাহিনী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৭  
আপডেট :
 ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:০৮

আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য চাই স্মার্ট পুলিশ বাহিনী
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য চাই স্মার্ট পুলিশ বাহিনী। দেশের ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সর্বত্রই প্রশংসিত পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী যাতে জনগণের আস্থা অর্জন করতে পারে সেভাবে তারা পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবে।

রোববার বেলা ১২টার পর সারদা পুলিশ একাডেমির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ম রক্ষা ও জঙ্গিবাদ মোকাবিলায় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। মুক্তিযদ্ধের চেতনায় জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পদক্ষেপ নিয়েছে সরকার।

এসময় তিনি আরও বলেন, সংবিধান বহির্ভূতভাবে যেন কেউ আর ক্ষমতায় আসতে না পরে, সেই চেষ্টা করছে সরকার।

এর আগে আজ রোববার সকাল ১০টায় রাজশাহী পৌঁছে প্রধানমন্ত্রী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন।

দুপুরে শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে যাবেন আওয়ামী লীগ সভাপতি। এই মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সেখানে রাজশাহীর ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বর্ণিল সাজে সেজেছে রাজশাহী। আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটবে।

পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফলে গেলেন।

আরও পড়ুন: সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত