বকশীগঞ্জ সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:০৫

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শামীম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
|আরো খবর
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কে গাজীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী রুবেল মিয়া জানান, লাউচাপরা থেকে মোটরসাইকেল যোগে বকশীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলো শামীম। এ সময় গাজীরবাজার এলাকায় একটি ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয় সে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার মৃত ঘোষণা করে।
বাংলাদেশ জার্নাল/জিকে