ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্সের চাপায় স্কুলছাত্রী নিহত

  খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫

খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্সের চাপায় স্কুলছাত্রী নিহত
মানিকছড়ি থানা। ফাইল ছবি
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

সোমবার উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসাপ্রু মারমা (৭) মানিকছড়ির দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে। তিনি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা শিশুকে তাৎক্ষণিক উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনার পর অ্যাম্বুলেন্সসহ চালক পালিয়ে যায়। মরদেহের সুরতহাল করে অভিভাবকের সম্মতিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত