ফরিদপুরের বিভিন্ন হোটেলে ভোক্তা অধিকারের অভিযান
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৫৮

ফরিদপুরের বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।
|আরো খবর
সোমবার দুপুরে ফরিদপুর জেলা সদরের রাজবাড়ী রাস্তার মোড় নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় সুবর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এ সময় হোটেলটি থেকে ২০ পিচ বাসি চিকেন চপ ও ৭টি মুরগীর গ্রিল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, বিভিন্ন অভিযোগে সুবর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওই হোটেলটির ২০ পিচ বাসি চিকেন চপ ও ৭টি মুরগীর গ্রিল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, জরিমানা ছাড়াও বিভিন্ন খাবার হোটেলেগুলোতে তদারকি করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/জিকে