ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নারায়ণগঞ্জে গ্যাসসংকট নিরসনের দাবিতে তিতাস অফিস ঘেরাও

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:২২

নারায়ণগঞ্জে গ্যাসসংকট নিরসনের দাবিতে তিতাস অফিস ঘেরাও
তিতাস গ্যাস অফিস ঘেরাও করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে 'আমরা নারায়ণগঞ্জবাসি' নামের একটি সংগঠন। ছবি: সংগৃহীত

আবাসিক এলাকায় গ্যাসসংকট সমাধানের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে 'আমরা নারায়ণগঞ্জবাসি' নামের একটি সংগঠন।

মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস অফিস ঘেরাও করে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করে বিপুলসংখ্যক নারী-পুরুষ।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন আবাসিক এলাকায় জ্বালানি গ্যাসের সংকট চলছে। এ সংকট সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেয়া হলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই। এ পরিস্থিতিতে দুর্ভোগ কমাতে অবিলম্বে গ্যাস-সংকটের সমাধানের দাবি জানান তারা। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নগরবাসি।

এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি নুরুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, তেল গ্যাস খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বিসহ সংগঠন নেতাকর্মী ও এলাকাবাসি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত