মুগদায় মাদকসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:২১

রাজধানীর মুগদা ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১০৬ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তাজেল (৪৬), মো. মুরাদ (৪৫) ও মো. সবুজ (২১)।
|আরো খবর
মঙ্গলবার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মুগদার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১০৬পিস ইয়াবাসহ নামে দুই কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, সোমবার রাতে কামরাঙ্গীরচরে মাদবর বাজার ট্রলার ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সবুজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। বেশ কিছুদিন ধরে তারা এমন কাজ করছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস