মোংলা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৫

মোংলা ইপিজেডের আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার দিবাগত রাত ১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ইপিজেডের ভিআইপি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ড্যাম্পিংডাউনের কাজ চলছে।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক গণমাধ্যমকে বলেন, দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফোম ও ব্যাগ ছিল। অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকেরা বেরিয়ে আসেন। এই মুহূর্তে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ জার্নাল/এমএ