উত্তরায় ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩২

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় আব্দুর রশীদ (৬৯) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন।
|আরো খবর
মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকার রেলগেটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রশীদের। নিহত পাবনার সাথিয়া উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে উত্তরা এলাকায় থাকতেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় বাজার করতে গিয়েছিলেন। ঘটনার পরপরই মরদেহের পাশে ব্যাগ ভর্তি কাঁচা তরকারি পাওয়া গেছে। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
মৃতের আত্মীয়ের বরাত দিয়ে তিনি আরও জানান, মৃতের স্ত্রী সন্তানরা সবাই কানাডায় থাকেন। এখানে তিনি একাই থাকতেন।
বাংলাদেশ জার্নাল/এমএ