রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫০
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
|আরো খবর
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ৪৪ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭৬৬ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ