ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

এসিপিবির সহ-সভাপতি হলেন সিনিয়র এএসপি আসাদুজ্জামান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৩  
আপডেট :
 ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৬

এসিপিবির সহ-সভাপতি হলেন সিনিয়র এএসপি আসাদুজ্জামান
এসিপিবির সহ-সভাপতি হওয়ায় এএসপি আসাদুজ্জামানকে সহকর্মীদের অভিনন্দন। সংগৃহীত ছবি

বাংলাদেশের অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, (এসিপিবি) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা জেলায় কর্মরত সিনিয়র এএসপি মো. আসাদুজ্জামান।

সহ-সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ দাবা ফেডারেশনে বাংলাদেশ চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঢাকা জেলা সিআইডিতে কর্মরত সিনিয়র এএসপি মো. আসাদুজ্জামান ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হন।

তিনি বাংলাদেশ পুলিশের দাবায় চ্যম্পিয়ন ও টেবিল টেনিসে রানারআপ। একজন আন্তর্জাতিক রেটেড দাবা খেলোয়ার হিসেবে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার (আইএম) রানী হামিদসহ উল্লেখযোগ্য খেলোয়াড়দের পরাজিত করেন।

এছাড়াও তার লেখা তিনটি কাব্য গ্রন্থ ‘ব্যাসার্ধ থেকে ব্যাস’ (অনন্যা প্রকাশনী), ‘মেঘের আত্মহনন’ (অন্য প্রকাশনী), ও ‘বর্ণ লেপন’ (বাসাপ প্রকাশনী) একুশে বই মেলায় প্রকাশিত হয়।

বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে

  • সর্বশেষ
  • পঠিত