ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
|আরো খবর
নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী (অজ্ঞাত), ও অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিলার উপজেলার ধানীখলা চিরকুমারিয়া গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিলো। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক ওই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক এবং ধাক্কা দেয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাক দুটি জব্দ করে পুলিশ।
বাংলাদেশ জার্নাল/রাজু