১৩ লাখ টাকার হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১৩ লাখ টাকা মূল্যের হেরোইনসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- জনি (৩১), মো. তারিকুল ইসলাম (৪০), মো. গোলজার হোসেন (৪৫) ও মো. সোহাগ (২৯)।
|আরো খবর
র্যাব বলছে, বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক মাদক বিক্রয়ের নগদ ১ লাখ টাকা, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ তেঘরিয়া এলাকা থেকে বাকি তিনজনকে ৭৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র্যাব-১০ অপর একটি দল। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৭০টাকা উদ্ধার করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস