নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. মহরম আলী (৬০)। তিনি একটি তোয়ালে কারখানার কর্মচারী ছিলেন।
|আরো খবর
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আবুল কাশেম বলেন, আমরা একটি তোয়ালে কারখানায় কাজ করি। সকালের নাস্তা খাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মহরম আলী গুরুতর আহত হন। মোটরসাইকেল চালকও আহত হন। আহত অবস্থা মহরম আলীকে উদ্ধার করে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আহত মোটরসাইকেল চালককে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঢামেকে আনার পর মহরম আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মহরম আলীর বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার নজরপুর গ্রামে। তিনি রূপগঞ্জ এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
বাংলাদেশ জার্নাল/রাজু