ওসমানী বিমানবন্দরে উড্ডয়নের সময় ফেটে গেল বিমানের চাকা
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১২ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে গেছে। এতে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ হয়ে পড়ে।
|আরো খবর
শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।
১০০ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১০০০ মিটারের মধ্যে চাকা ফেটে যায়।
বিমানের চাকা মেরামত চলছে। সেটি ঠিক হলে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।
বাংলাদেশ জার্নাল/এমপি