ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সোনারগাঁয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২২

সোনারগাঁয়ে স্বামীর হাতে স্ত্রী খুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আখি আক্তার নামে এক গৃহবধূকে হাত পা বেঁধে দুই সন্তানের সামনে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী সাইদুল ইসলাম পলাতক রয়েছে।

স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সাইদুল তার স্ত্রীকে হাতুড়িপেটা করে পালিয়ে যায়। এরপর আখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোঘণা করেন। পুলিশ আখির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে আখি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী চেঙ্গকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের ১৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা অর্ণব ও সিয়াম নামের দুই সন্তানের বাবা-মা। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। নানা অজুহাতে সাইদুল তার স্ত্রীকে মারধর করতো।

বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সন্তানদের সামনেই আখির হাত পা বেঁধে হাতুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে সাইদুল। হাতুড়ির আঘাতে আখি জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় সন্তানদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে সাইদুল দৌড়ে পালিয়ে যায়।

নিহত আখির ছেলে ১২ বছর বয়সী অর্ণব জানায়, তার বাবা-মা প্রায়ই ঝগড়া করতো। বৃহস্পতিবার রাতেও তাদের ঝগড়া হয়। একপর্যায়ে তার মায়ের হাত-পা বেঁধে ঘরে থাকা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তার বাবা। চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এগিয়ে এলে তার বাবা পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, গৃহবধূ হত্যাকাণ্ডের খবর শুনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত