সামর্থবানদের সহযোগিতায় বাঁচতে পারে ফুটফুটে জেরিন
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১

ফুটফুটে ৬ মাস বয়সী আফিফা আবদুল্লাহ জেরিন। হাসিখুশি আর দুরন্তপনায় বেড়ে উঠছিলো শিশুটি। কিন্তু জন্মের পরই তার দেহে জটিল রোগ ধরা পরে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় শিশুটি ‘বিলিয়ারি অ্যাট্রেসিয়া’ নামক বিরল লিভার রোগে আক্রান্ত হয়েছে।
ভারতের চেন্নাই ও দিল্লিতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন শিশুটির বাবা-মা। সেখানকার চিকিৎসকগণ বলছেন, এই শিশুটিকে বাঁচাতে দ্রুত লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্ল্যান্টেশন) প্রয়োজন। ভারতে চিকিৎসা করালে এতে খরচ হবে ৫০-৬০ লাখ টাকার মতো।
শিশুটির শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তার ওজন বাড়ছে না; পুরো শরীর এবং চোখ হলুদ হয়ে গেছে। পায়খানার সঙ্গে রক্ত যায় মাঝে মাঝে।
রোগীর বাবা বেকার। মা বেসরকারি একটি স্কুলে শিক্ষকতা করে। ধার দেনা করে বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করে প্রায় ১০ লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন প্রতিদিন অনেক টাকার ওষুধ কিনতে হচ্ছে। দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করতে ৫০-৬০ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। তাই সবার নিকট সাহায্যের আবেদন জানিয়েছে শিশুটির অসহায় পিতা-মাতা।
শিশুটিকে বাঁচাতে আর্থিক সহযোগিতার জন্য সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেরিনের বাবা-মা।
সাহায্য পাঠানোর ঠিকানা
Rownak Abdullah
IFIC Bank Limited
Darus Salam Branch
Account no: 0180350275811
Routing no: 120260946
Swift code: IFICBDDH
Bkash personal: 01521212807
Nagad personal: 01521212807
বাংলাদেশ জার্নাল/জিকে