ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পাবনায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ১৫ শিশু

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯

পাবনায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ১৫ শিশু
প্রতিকী ছবি।

পাবনার ইশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার বিকেলে ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে কুকুরটি আক্রমণ করে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। কুকুরটিকে আটক করতে গ্রামে তল্লাশি চলছে। এটির কামড়ে আহত হয়ে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৫ জন শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত শিশুদের মধ্যে আনিকা খাতুন (৩), মাহাদি (৯), আল আমিন (৩), মোরসালিন (৪), আদিয়ান (৩), তানভির (৬) সহ অন্তত ১৫ শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীর আব্দুল হামিদ বলেন, বাড়ির পাশে ময়দানে খেলার সময় হঠাৎ করে একটি পাগলা কুকুর শিশুদের কামড় দিয়েছে।

ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে একদিনে অনেক রোগী এসেছেন। ভুক্তভোগীদের চিকিৎসা দেয়া হেয়ছে। কয়েকজনকে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসাইন বলেন. একটি কুকুরই সবাইকে কামড় দিয়েছে। আমরা কুকুরটিকে আটকের চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত