চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৫ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আগুন অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। ঠিক কি কারণে অগ্নিকাণ্ড হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
|আরো খবর
আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ।
তিনি বলেন, রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রামের পাহাতলী বাজারে আগুন লাগার খবর পাওয়ার পর তড়িৎগতিতে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বাংলাদেশ জার্নাল/এমএ