ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কুষ্টিয়ায় পতাকা অবমাননার অভিযোগে আটক ১

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৯

কুষ্টিয়ায় পতাকা অবমাননার অভিযোগে আটক ১
প্রতিকী ছবি।

কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে আবু সুফিয়ান (৪৫) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছেন পুলিশ। রবিবার বিকেলের দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন মাজিহাট গ্রামে ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তব্যক্তি হলেন, মিরপুর উপজেলার মাজিহাট গ্রামের মৃত নবীছউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা নির্যাতনের বিচার না পেয়ে অভিযুক্ত আবু সুফিয়ান বাজার থেকে দুইটি বাংলাদেশের জাতীয় পতাকা কেনেন। এরপর তার নিজস্ব টিনের ঘরের ছাদে দুইটি পতাকা টাঙিয়ে মাঝখানে বিভিন্ন ধরনের ছেড়া জুতা লাগিয়ে দেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আব্দুল হান্নান সহ গ্রামবাসীরা দেখতে পেয়ে পুলিশ খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে মাজিহাট পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর থানার ওসি রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত