লক্ষ্মীপুরে আওয়ামী লীগের কম্বল বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৫

ছবি: প্রতিনিধি।
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হতদরিদ্র শীতার্ত সাড়ে তিন হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
|আরো খবর
সোমবার দিনব্যাপী সদরের হাজিরপাড়ায় নিজ বাসভবনের সামনে এসব কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
এ সময় সদরের ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাধ্যমে শীতার্তদের জন্য কম্বল তুলে দেন আওয়ামী লীগের এ নেতা।
বাংলাদেশ জার্নাল/এমএ