কিশোরগঞ্জে শিবিরের ২১ নেতাকর্মী আটক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৬ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নাশকতার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের ২১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ভাটাইল গ্রামের মো. শফিউল্লাহ (২১), সদর উপজেলার সুলতানপুর সদর উপজেলার সুলতানপুর এলাকার ছোটন (১৬), পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের মো. এমদাদুল (২২), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাছপাড়া এলাকার আহসান হাবীবসহ (১৬) সহ ২১ জন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, সকালে সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকায় ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নাশকতার উদ্দ্যেশ্যে জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আমাদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে আদালতে হাজির করা হবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ