ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬

যশোরের মনিরামপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
|আরো খবর
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা সীমান্তবর্তী ছাতিয়ানতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই মাইক্রোবাস আরোহী ছিলেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তি বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের ছেলে বিধান চন্দ্র রায় (৫৮)। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমপি