কামরাঙ্গীরচরে স্ত্রী চলে যাওয়ায় অভিমানে স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৫

রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউচর এলাকায় মো. হাসিব (২৭) নামে এক যুবক স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক অনিরুদ্ধ রায়।
|আরো খবর
তিনি বলেন, নিহতের এক আত্মীয় জানায়, অটোরিকশাচালক হাসিব কয়েক মাস আগে বিয়ে করেছেন। গত রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেলে রাতে তিনি আত্মহত্যা করেন।
এসআই অনিরুদ্ধ রায় বলেন, প্রতিবেশীরা হাসিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ