ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

শিশুকে খুন্তির ছ্যাঁকা, প্রতিবেশীর ফোনে গ্রেপ্তার মা ও সৎবাবা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৪

শিশুকে খুন্তির ছ্যাঁকা, প্রতিবেশীর ফোনে গ্রেপ্তার মা ও সৎবাবা
গ্রেপ্তার সৎবাবা ও মা। ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সাত বছরের এক শিশুকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়ার অভিযোগে মা ও সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে পতেঙ্গার ধুমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিশুটির মা রেহেনা আক্তার ও সৎবাবা সেলিম উল্লাহ। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটে। মা একটি পোশাক কারখানায় চাকরি করেন আর বাবা হোটেলে কাজ করেন।

ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, এই শিশুকে বাসায় প্রায়ই নির্যাতন করা হতো। সোমবার রাতে খুন্তি গরম করে তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেয়া হচ্ছিল। শিশুটি সহ্য করতে না পেরে কান্না করতে থাকে। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা ও সৎবাবাকে গ্রেপ্তার করে। শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার আদালতে পাঠানো হবে জবানবন্দির জন্য। এ ঘটনায় করা মামলায় শিশুটির মা ও বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিশুটির বাবা তার মাকে ফেলে চলে যাওয়ায় চার মাস আগে তার মা আবার বিয়ে করেন। মা ও সৎবাবা দুজনই নেশাগ্রস্ত বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত