ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মাদক মামলায় জয়পুরহাটে একজনের যাবজ্জীবন

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৮  
আপডেট :
 ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২১

মাদক মামলায় জয়পুরহাটে একজনের যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যুবক। ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় বাবু (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাবু পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের আব্দুল গণির ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল আসামি বাবু মাদক নিয়ে পাঁচবিবি থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার বনখুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় পাইপের মধ্যে রাখা ৩ লিটার ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সেদিনই সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত