ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০  
আপডেট :
 ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৯

নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের নয়, আমি দেশের মানুষের ভাগ্য গড়ার লক্ষ্যে কাজ করতে এসেছি। জনগণের টাকা দিয়ে দুর্নীতি করবো এমন শিক্ষা আমরা পাইনি।

তিনি বলেন, আমরা ইচ্ছা করলে পারি। বাংলাদেশ পারে। সেতু নির্মাণ করে দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে আওয়ামী লীগ। কালশী ফ্লাইওভার চালু হওয়ায় রাজধানীর যানজট অনেকটা কমে আসবে। ঢাকা সিটিও স্মার্ট সিটি হবে।

রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মিরপুরে কালশী বালুর মাঠে ফ্লাইওভার উদ্বোধন ও ৬ লেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ পাশে থাকায় নিজেদের টাকায় পদ্মা সেতু করা সম্ভব হয়েছে।

এসময় সরকার প্রধান আরও বলেন, কালশী বালুর মাঠকে বিনোদন কেন্দ্র করা হবে। এখানে শিশুদের জন্য পার্ক হবে, যুবকদের খেলার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আজ আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। কিন্তু এতো ভর্তুকি দেয়া সম্ভব নয়। বিভিন্ন খাদ্যসামগ্রী উচ্চ মূল্যে কিনতে হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, কালশী বালুর মাঠে ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত