সাক্ষ্য দিতে ক্যাম্পাসে আসলেন ছাত্রলীগ নেত্রী সানজিদা
ইবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৭ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা ও তার সহযোগী তাবাসসুম ক্যাম্পাসে এসেছেন।
|আরো খবর
সোমবার বেলা ১০টার দিকে গোপনে প্রক্টরের গাড়িতে করে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন। আইন বিভাগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে তাদের সাক্ষ্য নেয়া হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সানজিদার সাক্ষ্য গ্রহণ শেষে তাবাচ্ছুমের সাক্ষ্য নিচ্ছেন তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির সদস্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, আমরা সকাল সাড়ে ১০টা থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। সানজিদার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এখন তাবাসসুম সাক্ষ্য নেয়া হচ্ছে।
সানজিদা কি সাক্ষ্য দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের সার্থে আমরা এখন এ বিষয়ে কিছু বলতে চাইনা। তদন্ত প্রতিবেদন দেয়ার পর আপনারা এ বিষয়ে জানতে পারবেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ