ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বগুড়ায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৯  
আপডেট :
 ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৩

বগুড়ায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
বগুড়ায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার । ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় সঞ্জয় কুমার দেবনাথ নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত সঞ্জয় কুমার দেবনাথ গাইবান্ধা সদর উপজেলার চকবারুল এলাকার বাসিন্দা। সে পেশায় পল্লী চিকিৎসক হলেও ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করতেন।

জানা যায়, রোববার দিবাগত রাতে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট (৩৯তম বিসিএস) পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন। এ সময় সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভুয়া বলে স্বীকার করেন। পরে পুলিশ তাকে আটক করে।

ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের আউডি কার্ড । ছবি: প্রতিনিধি

দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত সঞ্জয় পেশাদার প্রতারক। তার নামে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত