ফুলবাড়িয়ায় অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ১৩:২১ আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৩:২৪

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে বৃহষ্পতিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
|আরো খবর
নিহতের নাম সাইদুল ইসলাম (২৫)। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, নিহত সাইদুল মানসিক ভারসাম্যহীন ছিল।
ফুলবাড়িয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার মো. ফেরদৌস মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নের উরফা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে সেই আগুন ঘড়ে ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ জার্নাল/আরআই