ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে পূজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ব্রাহ্মণের

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০৭:৫৬

ফরিদপুরে পূজা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ব্রাহ্মণের
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় গোপাল চন্দ্র চক্রবর্তী (৩৫) নামে এক ব্রাহ্মণ নিহত হয়েছেন।

নিহত গোপাল চন্দ্র উপজেলার নাগপাড়া সদরদী গ্রামের নারায়ণ চন্দ্র চক্রবর্তীর ছেলে।

রবিবার সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদীর পুরাতন ইটভাটা বটতলা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ঘারুয়া গ্রামে শনি পূজা করতে এসেছিলেন ব্রাহ্মণ গোপাল চন্দ্র চক্রবর্তী। পূজা শেষে ভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথের মধ্যে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদীর পুরাতন ইটভাটা বটতলা এলাকায় আসলে একটি বাস ভ্যানে ধাক্কায় দেয়। এসময় গুরুতর আহত হন ব্রাহ্মণ। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাস ও ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত