ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ১৭:৫৩  
আপডেট :
 ০৫ মার্চ ২০২৩, ১৭:৫৯

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। সংগৃহীত ছবি

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর এবার সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ১৫ মিনিটের মতো এ পরিস্থিতি চলে।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছেন। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছেন। সেই ঘটনার জেরে দুই কলেজের শিক্ষার্থীরা রোববার দুপুর ১২টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেলা পৌনে দুইটার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের গেটের ভেতর প্রবেশ করিয়ে দেয় পুলিশ। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

১৫ মিনিট পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূল সড়ক থেকে সরে যান। তারা কলেজের পাশের গলিতে অবস্থান নেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত