ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

হাজিরা দিতে আদালতে ইশরাক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ১২:২১  
আপডেট :
 ০৬ মার্চ ২০২৩, ১২:২৫

হাজিরা দিতে আদালতে ইশরাক
ছবি: প্রতিবেদক

মতিঝিল থানায় করা নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার সকালে সিএমএম কোর্টে হাজির হন তিনি।

ইশরাক হোসেনের আইনজীবী এডভোকেট মহিউদ্দিন আহমেদ চৌধুরি জানান, ২০২০ সালে করা মতিঝিল থানার নাশকতার মামলায় তিনি হাজিরা দিতে কোর্টে উপস্থিত হয়েছেন। এই মামলায় জামিনে রয়েছেন তিনি, তাই নিয়মিত হাজিরার অংশ হিসেবেই আজ আদালতে হাজির হয়েছেন বিএনপির এই নেতা।

এই মামলায় ২০২২ সালের ৬ এপ্রিল একবার গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। পরবর্তীতে একই বছরের ৫ ডিসেম্বর আবারও তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। বর্তমানে এই মামলায় জামিনে আছেন ইশরাক হোসেন।

মামলার এজাহারের বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় নাশকতার মামলা করে পুলিশ। মামলাটির তদন্ত চলছে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত