ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ফুলবাড়িয়ায় বিস্ফোরক দ্রব্যের আলামত পায়নি পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১৯:২৮

ফুলবাড়িয়ায় বিস্ফোরক দ্রব্যের আলামত পায়নি পুলিশ
ফুলবাড়িয়ায় ভবনে বিস্ফোরণ। সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপরই ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মুহিত উদ্দিন আহমেদ জানান, গুলিস্তানে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি। সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। যার মধ্যে ১৩ জন পুরুষ ও দুই জন নারী। এতে আহত হয়েছেন শতাধিক। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় দেয়াল ভেঙে রাস্তায় এসে পড়েছে। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের গাড়িও। হতাহত হয়েছেন বিভিন্ন গাড়ির যাত্রী ও পথচারীরাও। এরপরই নিরাপত্তার স্বার্থে গুলিস্তান থেকে নর্থ-সাউথ রোড পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তবে কীভাবে এ বিস্ফোরণ হলো তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/সামি/আরকে

  • সর্বশেষ
  • পঠিত