ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মাদক সেবনে বাধা দেয়ায় ৩শ' মাল্টা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০৩:০১

মাদক সেবনে বাধা দেয়ায় ৩শ' মাল্টা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
ছবি: প্রতিনিধি

ফলবাগানে মাদকসেবনে বাধা দেয়ায় রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে ফল ধরা প্রায় ৩শ' মাল্টা গাছ। এ ঘটনায় বাগানমালিক অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ঘটনাটি বুধবার দিবাগত রাতে ফরিদপুর পৌরসভার বর্ধিত ৩ নং ওয়ার্ডের কোমরপুরে ঘটেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই বাগান মালিক।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক মেজবাউর রহমান অভিযোগ করেন, বখাটেরা রাতের আঁধারে বাগানের চৌকি ঘরে ঢুকে মাদক সেবন করতো। বিষয়টি জানতে পেরে তিনি তাদের বাগান থেকে বের করে দিলে তারা দেখে নেয়ার হুমকি দেয়। এরপর সকালে বাগানে যেয়ে গাছগুলো কেটে ফেলা হয়েছে দেখতে পান।

এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মেজবাউর জানান। গাছগুলো দুই বছর আগের লাগানো। সেগুলোতে ফুল এসেছিলো। তিনি ঘটনার সাথে জড়িত মারুফ ও ওহিদুজ্জামান নামে দুজনের নামোল্লেখ করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই ফাহিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত